সেনাবাহীনিকে যুদ্ধের প্রস্তুতি নিতে চীন প্রেসিডেন্টের নির্দেশ
চীনের সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ সেনাবাহিনীকে মহড়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানী বেজিংয়ে পিপলস লিবারেশন আর্মি ও ‘পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এসময় শি জিনপিং বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো জটিল পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবিলা করতে হবে। সেনাবাহিনীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।’
যদিও কাদের বিরুদ্ধে এই যুদ্ধ নিয়ে তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে সম্প্রতি চীন-ভারত সীমান্তে উত্তেজনার পর এমন ঘোষণা এসেছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আগের প্রতিশ্রুতি ভেঙে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে চীনের সেনারা। পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোলের (এলএসি) আশপাশের এলাকায় এরইমধ্যে দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চীন। একই সঙ্গে ওই এলাকায় বাড়ছে চীনা সেনাদের অস্থায়ী ছাউনির সংখ্যা।