কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা শেষে বলে লালা ব্যবহার করা যাবে: কুম্বলে

ঢাকা টাইমস প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৪:৩৩

যখন থেকে জানা গেল মুখের লালা থেকে করোনাভাইরাস ছড়াতে পারে। তখন থেকেই আলোচনা চলছে ক্রিকেট বলে লালার ব্যবহার নিষিদ্ধের। অবশেষে আইসিসি'র ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলে জানান দিলেন বলে লালা ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। তবে তা নিয়েও নানান বিতর্ক। অবশেষে সাবেক এই ভারতীয় ক্রিকেটার জানান দিলেন বলে লালার ব্যবহারের নিষেধাজ্ঞা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে।

করোনা পরিস্থিতির কারণে আইসিসি নতুন নিয়মকানুন জানিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। আর এই মহামারির সময়ে আম্পায়ারদেরও বল ধরার ক্ষেত্রে গ্লাভস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই মহামারির মধ্যেই ইংল্যান্ডে শুরু হতে চলেছে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট। দর্শকশূন্য স্টেডিয়ামে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিতে চলেছে ইংলিশরা। বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞার ব্যাপারে

এক প্রশ্নের জবাবে কুম্বলে বলেন, 'বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা কেবল কোভিড-১৯ মহামারির সময়টার জন্য। এই মহামারি উৎরে সব কিছু স্বাভাবিক হয়ে গেলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও