You have reached your daily news limit

Please log in to continue


মিছিল নিয়ে বাস্তুহারারা বঙ্গভবনে, বঙ্গবন্ধুর আশ্বাস

চরাঞ্চলে বাসস্থানের ব্যবস্থা হবে বলে বাস্তুহারাদের আশ্বাস জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের  ২৬ মে বাস্তুহারারা মিছিল করে বঙ্গভবনের সামনে আসে। বঙ্গবন্ধু এসময় বেরিয়ে আসেন এবং তাদের আশ্বস্ত করে বক্তৃতা দেন।তিনি বলেন যে ঢাকাসহ অন্যান্য এলাকায় তাদের যত্রতত্র অননুমোদিত বাড়িঘর নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে। চরাঞ্চলে তাদের জন্য ব্যবস্থা হচ্ছে। বাসসের খবরে প্রকাশ, বঙ্গবন্ধু গণভবনের সম্মুখে বাস্তুহারাদের সামনে বক্তৃতায় বলেন, বিনা অনুমতিতে বাড়িঘর নির্মাণ বন্ধ করতে হবে। বাস্তুহারাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। গ্রামে ফিরে যেতে পরামর্শ দিয়ে তিনি বলেন, সেখানে তাদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা করা হবে। এলাকায় বসতি স্থাপনের কথা উল্লেখ করে কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়টি সুনির্দিষ্ট করতে সমবেত জনতার প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা দিয়েছে তা আপনারা কাজে লাগান। বঙ্গবন্ধু এ বক্তৃতায় তাদের সতর্ক করে বলেন যে এক শ্রেণির লোক অরাজকতা সৃষ্টির জন্য গ্রামে গ্রামে গুজব ছড়াচ্ছে যে শহরে গেলেই বাসস্থানের সুযোগ পাওয়া যাবে। এসব গুজবে তাদের কান না দেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন