করোনায় প্রাণ গেলো এলজিইডি কর্মকর্তার
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ২৫ মে ২০২০, ১৭:৪০
করোনাভাইরাসে প্রাণ গেল এলজিইডির প্রধান কার্যালয়ের অ্যাকাউন্স অফিসার কাজী আলতাফ হোসেন ফিরোজের। তার বয়স হয়েছিল ৫৬ বছর। সোমবার (২৫ মে) ভোরে সরকারি নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের ভাগিনা গোলাম মোস্তফা রাজ জানান, এলজিইডির প্রধান কার্যালয়ের অ্যাকাউন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন কাজী আলতাফ হোসেন ফিরোজ। পাঁচ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আইসিইউতে নেয়ার জন্য কর্তব্যরত চিকিৎসক মিরপুর ১২ নম্বরে রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার ইফতারের আগ মুহূর্তে তিনি মারা যান।