You have reached your daily news limit

Please log in to continue


সাকিবের অন্যরকম ঈদ

সাকিবের অন্যরকম ঈদ স্পোর্টসক্রিকেট - চ্যানেল আই অনলাইন ২৫ মে, ২০২০ ১৫:২৮ টানা দুই বছর ঈদুল ফিতর দেশের বাইরে উদযাপন করলেন সাকিব আল হাসান। গত ঈদের সময় ছিল ইংল্যান্ড বিশ্বকাপ। লন্ডনের টিম হোটেলে সতীর্থ, স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসানের সঙ্গে কেটেছিল দিনটি। এবার সাকিব ঈদের আনন্দ ভাগাভাগি করলেন যুক্তরাষ্ট্রে পরিবারের আরেক নতুন অতিথি ইরাম হাসানের সঙ্গেও। সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পুরো পরিবারের একটি ছবি পোষ্ট করে লিখেছেন, আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক, নিরাপদে থাকি। বিজ্ঞাপন দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে সাকিব যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রায় দুই মাস আগে। কন্যা ইরাম পৃথিবীতে আসে প্রথম রোজার দিনে। করোনা পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় পরিবার নিয়ে এখনো দেশে ফিরতে পারেননি সাকিব। মার্কিনমুলুকে কেটেছে তার এবারের ঈদ। আমেরিকায় এক দিন আগে অর্থাৎ, রোববার ঈদ উদযাপিত হলেও সাকিব ঈদের ছবি ফেসবুকে পোষ্ট করেছেন সোমবার। বাংলাদেশে ঈদ উদযাপনের সাথে মিল রেখে। শেয়ার করুন: আলাইনাইরামঈদলিড স্পোর্টসশিশিরসাকিব
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন