ষাটগুম্বজ মসজিদে এবার হচ্ছে না ঈদের প্রধান জামাত
বাগেরহাট শহরতলীতে প্রায় ৬০০ বছর আগে ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদ সৃষ্টির পর থেকে এখানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। দেশ-বিদেশের মুসল্লিদের সুবিধার্থে মূল মসজিদ ছাড়াও তিন পাশে প্যান্ডেল করে ঈদের তিনটি জামায়াত অনুষ্ঠিত হতো। গত বছর ঈদেও তিনটি জামাতে প্রায় অর্ধলাখ মুসল্লি ষাটগুম্বজ মসজিদে ঈদের নামাজ আদায় করেছিল।
এবার দেশে করোনা পরিস্থিতির কারণে ষাটগুম্বজ মসজিদে হচ্ছে না ঈদের প্রধান জামাত। এবার মসজিদের মধ্যে করোনা স্বাস্থ্যবিধি মেনে ঈদের দুটি জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
খানজাহান (র.)-এর অমর সৃষ্টি ষাটগুম্বজ মসজিদে এবার ঈদের জামায়াতের জন্য ভিড় না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রতি বছর ঈদের ছুটিতে দৈনিক অর্ধলাখ পর্যটক হজরত খানজাহান (র.) মাজার শরিফ ও তাঁর অমর সৃষ্টি ষাটগুম্বজ মসজিদ পরির্দশন করতে আসে। কিন্তু এবার করোনাকালে এই দুটি পর্যটন কেন্দ্রে দেশি-বিদেশি সব পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।