![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2020/05/sokal-ahmed-eid-2020.jpg)
ঈদে নির্মাতা সকাল আহমেদের চার নাটক
চ্যানেল আই
প্রকাশিত: ২৪ মে ২০২০, ১৫:২১
টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ। উৎসব কেন্দ্রীক নন, নিয়মিত নাটক নির্মাণ করে থাকেন তিনি। তারপরও প্রতি ঈদে থাকে তার অন্তত ৭ থেকে ৮টি বিশেষ নাটক। কিন্তু এবার? এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা সকাল আহমেদ জানান, খুব প্রতিকূল সময়ে আমরা আছি।
করোনার কারণে দুই মাস ধরে শুটিং বন্ধ থাকায় সার্বিকভাবেই এবার খুব বেশি নতুন নাটক পাবেন না দর্শক! তারপরও এই ঈদে আমার ৪টি নাটক থাকছে। নির্মাতা জানালেন, ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় রাজীব আহমেদের গল্পে ‘আজও তুমি আর আমি’ নামের একটি নাটক প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। নাটকে অভিনয় করেছেন মিলন, অর্ষা, সুষমা। একই দিনে দীপ্ত টিভিতে প্রচার হবে ‘লেবুর মালয়েশিয়া সফর’ নামে আরো একটি নাটক। এটি দেখানো হবে রাত সাড়ে ৮টায়।
- ট্যাগ:
- বিনোদন
- ঈদের নাটক
- সকাল আহমেদ