লকডাউনে বিবর্ণ ঈদ

বণিক বার্তা প্রকাশিত: ২৪ মে ২০২০, ১১:০৩

নভেলকরোনা ভাইরাসে বিবর্ণ হয়ে উঠেছে বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদুল ফিতর। লকডাউনের মধ্যেই আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন হচ্ছে। কোন দেশেই প্রতিবছরের মতো উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ হয়নি।

সৌদি আরবে রাজকীয় আদেশে কেবল মক্কা ও মদিনার দুটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে চলমান কারফিউর কারণে তাতে অংশ নিতে পারেনি সর্বসাধারণ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল।

করোনাভাইরাসের প্রকোপের কারণে গোটা বিশ্বের মতো মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সে কারণে অনেক দেশেই স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি। ঈদের কেনাকানাটার ক্ষেত্রেও কড়াকড়ি ছিল প্রায় সব দেশে। দেশের যেসব স্থানে আজ ঈদ পালিত হচ্ছেপ্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু স্থানে ঈদ উদযাপন করা হয়। এ ধারাবাহিকতায় আজ দেশের দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলার ৬০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও