You have reached your daily news limit

Please log in to continue


পবিত্র ঈদুল ফিতর সোমবার

পবিত্র ঈদুল ফিতর সোমবার বাংলাদেশ- লিড নিউজ - চ্যানেল আই অনলাইন ২৩ মে, ২০২০ ২০:২২ বাংলাদেশের আকাশে শনিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে ২৫ মে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। বিজ্ঞাপন করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। বাংলাদেশে ঈদের নামাজ খোলা মাঠের পরিবর্তে মসজিদে বিধি নিষেধ মেনে পালন করতে সকলের প্রতি আহবান জানানো হয়েছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে এর আগেই কয়েক দফার নির্দেশনা দেয়া হয়। অন্যদিকে সৌদি আরবের সাথে মিল রেখে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে রোববার ঈদ উদযাপন করা হবে। শেয়ার করুন: ঈদঈদুল ফিতর
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন