You have reached your daily news limit

Please log in to continue


দুঃস্থ পরিবারের মাঝে সেনা প্রধানের পক্ষে ঈদ উপহার বিতরণ

কভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনার আলোকে সদর দপ্তর আর্মি ট্রেনিং ডকট্রিন কমান্ড (আর্টডক) ঈদ উপহার নিয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই প্রেক্ষিতে আজ শনিবার তারা ময়মনসিংহের "ছত্রিশবাড়ি কলোনি" এলাকায় ঈদুল ফিতরের উপহার হিসেবে ১২০টি পরিবারের মাঝে শুকনা খাবারের পাশাপাশি সেমাই, সুজি ও চিনি বিতরণ করে। আজ আইএসপিআর জানায়, করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই আর্টডক এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে আর্টডক এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তাদের পক্ষ থেকে ৯০০০ এর অধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন