You have reached your daily news limit

Please log in to continue


স্যালুট তামিম ইকবাল!

ক্রীড়াবিদদের বন্ধু তামিম করোনা সংকটে জাতীয় দলের অনেক ক্রিকেটারই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন৷ বেতনের টাকা বিশেষ তহবিলে জমা দেয়া, ব্যাট, ব্রেসলেট বিক্রি করার মতো উদ্যোগের কারণে খবরের শিরোনামে এসেছেন অনেকেই৷ তামিম এটুকুতেই থেমে থাকেননি৷ নিজে ক্রীড়াবিদ৷ তাই ক্রীড়াবিদদের কথাও ভেবেছেন আলাদা করে৷ ক্রিকেটের, ফুটবলার, হকি খেলায়াড়, সাঁতারু, ভারোত্তোলক, জিমন্যাস্ট মিলিয়ে মোট ৯১ জন অসচ্ছল ক্রীড়াবিদের দিকে বাড়িয়েছেন আর্থিক সহযোগিতার হাত৷  যার যেমন প্রয়োজন 'উপহার' হিসেবে তাকে সেই পরিমাণ টাকা পাঠিয়েছেন৷ শুধু নিজের ক্যারিয়ার এবং আর দশ জনের সঙ্গে তাল মিলিয়ে নির্দিষ্ট দায়িত্ব পালনের চিন্তায় নিজেকে আটকে তারিখে যেন ক্রীড়াবিদদের দুর্দিনের প্রকৃত বন্ধু হয়ে গেলেন তামিম৷ এন্টারটেইনার তামিম ঘরবন্দি মানুষদের একটু আনন্দ দেয়ার কথা বলে ফেসবুক লাইভ শুরু করেছিলেন৷ প্রথম দিনের লাইভে ছিলেন মুশফিকুর রহিম৷ তারপর মাহমুদুল্লাহ, মাশরাফী বিন মর্তুজা, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার, নাঈমুর রহমান দুর্জয়, তাইজুল ইসলাম,, সৌম্য সরকার, রুবেল হোসেন, নাসির হোসেন... তালিকাটা বড় হতে থাকল আর ফেসবুক এবং ইউটিউবে বাড়তে থাকল উপস্থাপক তামিম ইকবালের অনুসারী৷  প্রতিদিন নতুন নতুন চমক, লাইভে আসা ক্রিকেটারদের অজানা তথ্যে ভরা এমন বিনোদন কে মিস করতে চায়, বলুন! মাশরাফী আগেই বলতে পারেন কবে সেঞ্চুরি করবেন তামিম, তামিমের ব্যাট ছাড়া চলে না মাশরাফীর, স্মৃতিতে হাফপ্যান্ট পরা তামিম, সংসারের কথা ভেবে নাফিস ইকবালের বিদেশে সস্তা খাবার খাওয়া, সুজনকে ওয়াসিম আকরামের খুঁজে বেড়ানো, নারিকেল গাছের গোড়ায় রুবেলের নকল দাঁত, তামিমের মাথায় সৌম্যর বাউন্সারের আঘাত- বাংলাদেশের বাঁহাতি ওপেনার লকডাউনে ঘরে বসে বসে বিমর্ষ হতে থাকা মানুষদের একটু বিনোদন দিতে না চাইলে এসব তো জানাই হতো না কোনোদিন!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন