You have reached your daily news limit

Please log in to continue


ঈদ আয়োজনে চ্যানেল আই: সালাহউদ্দিন লাভলুর ৩ টেলিছবি, ৩ নাটক

ঈদ আয়োজনে চ্যানেল আই: সালাহউদ্দিন লাভলুর ৩ টেলিছবি, ৩ নাটক প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা বিনোদন - চ্যানেল আই অনলাইন ২৩ মে, ২০২০ ১৫:৩৩ গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ। থাকছে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু স্পেশাল! এরমধ্যে থাকছে তাঁর নির্মিত ৩টি টেলিছবি এবং ৩টি নাটক: তিন টেলিছবি: লাইট হাউজ: রচনা ফারুক হোসেন। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিম। দেখানো হবে ঈদের দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। বউ: রচনা মমিনুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তিন্নি, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি। দেখানো হবে ঈদের ৪র্থ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। গন্তব্যের দিকে: রচনা ফারুক হোসেন। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মোশাররফ করিম, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ৪টা ৩০ মিনিটে। তিন নাটক: নাটক ‘আবার যদি দেখা হয়’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন