You have reached your daily news limit

Please log in to continue


নোয়াখালীতে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মৃত ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টুসহ জেলায় নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি জানান, জেলায় নতুন শনাক্ত ৭৭ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার চারজন, বেগমগঞ্জের ৪২ জন, সোনাইমুড়ীর তিনজন, সুবর্ণচরের তিনজন, সেনবাগের চারজন, কবিরহাটের ১৬ জন ও চাটখিলের পাঁচজন। তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩১৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২৮৩৮ জনের। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৫২ জনের। এর মধ্যে বেগমগঞ্জের ১৭৮ জন, সদরের ৪১ জন, কবিরহাটের ৫৪, চাটখিলের ২৬, সোনাইমুড়ীর ১৮, হাতিয়ার ছয়জন, সেনবাগের ১১, কোম্পানীগঞ্জের সাতজন ও সুবর্ণচর উপজেলার ১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন