দীঘিনালায় যুবককে কুপিয়ে হত্যা

বাংলা নিউজ ২৪ কার্বারীপাড়া, খাগড়াছড়ি প্রকাশিত: ২৩ মে ২০২০, ১১:৫২

খাগড়াছড়ির দীঘিনালায় ইমরান হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারীপাড়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমরান দীঘিনালা থানা বাজার এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারীপাড়া এলাকায় স্থানীয়রা ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ইমরানের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এখনো এ ঘটনায় মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও