You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে ডা. মামুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হলেন দেশের শীর্ষস্থানীয় হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। অধ্যাপক ডা. মামুন নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। অধ্যাপক ডা. মামুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান এবং লিভার বাংলাদেশের স্টাডি ফর ফোরামের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার (২২ মে) মেইল করে আমাকে এ বিষয়ে জানায়। প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আমি কাজ করবো। পরে সময় আরও বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার হেপাটাইটিস সর্ম্পকিত স্ট্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপে (এসটিএজি) ১১ জন সদস্য তারা নির্বাচিত করেছে। বাংলাদেশ থেকে আমি একা।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে হেপাটাইটিস বি ও সি নির্মূলের জন্য সমন্বিত পদক্ষেপ মাত্র শুরু হয়েছে। যেহেতু এসব অঞ্চলে রোগী অনেক বেশি তাই হেপাটাইটিস বি ও সি বিষয়ে কী করে কাজ করা যায়, কী করে ২০৩০ সালের মধ্যে এটা নির্মূল করা যায় সে বিষয়ে সরকারকে ইনপুট দেওয়া এবং গাইড করার কাজ করবে এ প্যানেল। ডা. মামুন বলেন, আগামী জুনে এ নিয়ে প্রথম মিটিং হবে এবং তারা সেখানে দায়িত্ব ভাগ করে দেবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন