![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/05/22/143006saq.jpg)
'দুসরা' নামটি কীভাবে এলো?
কালের কণ্ঠ
প্রকাশিত: ২২ মে ২০২০, ১৪:৩০
স্পিন তারকাদের অন্যতম প্রধান অস্ত্রের নাম 'দুসরা'। বোলিংয়ের এই বিশেষ কৌশলটি আবিষ্কার করেছিলেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। সেই সময়ে বিশ্বের নামী সব ব্যাটসম্যানরা তার দুসরার সামনে অসহায় হয়ে পড়তেন।
এই দুসরা নামের উদ্ভব কীভাবে হলো? পাকিস্তানের সাবেক এই স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে দুসরার নামকরণের রহস্য ফাঁস করেছেন।
পাকিস্তানের সাবেক উইকেট কিপার মঈন খান 'দুসরা' নামটি দিয়েছিলেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে মঈন সাকলাইনকে বলে দিতেন, কখন দুসরা করতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে খেলার সময়ে মঈন উইকেটের পিছন থেকে সাকলাইনকে দুসরা দেওয়ার পরামর্শ দিতেন। সাকলাইনও সেই মতো দুসরা দিতেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- স্পিন জাদু
- দুসরা
- সাকলাইন মুশতাক