বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সংরক্ষিত নারী (বগুড়া-জয়পুরহাট) আসনের সাবেক সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু নিশ্চিত করেছেন। সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফেরার পর জ্বর ও ডায়রিয়াসহ কভিড-১৯ (করোনা) উপসর্গ দেখা দেgxয়ায় দুই দিন আগে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।
কিন্তু সেই ফলাফল আসার আগেই তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। তিনি বগুড়ার প্রয়াত সাংসদ মোস্তাফিজার রহমান পটলের সহধর্মিণী। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে। তাঁর মৃত্যুতে বগুড়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.