কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুনেই অনুশীলনে নামবে শ্রীলঙ্কা

ঢাকা টাইমস প্রকাশিত: ২২ মে ২০২০, ০৮:১৬

দীর্ঘদিন ধরে থেমে আছে ক্রিকেট। করোনাভাইরাসের প্রকোপ শুরুর সময় থেকেই বন্ধ করে দেয়া হয়েছে সব ধরণের খেলাধুলা। প্রায় আড়াই মাস পর ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে ক্রীড়াঙ্গন। এরিমধ্যে কয়েকটি দেশের ঘরোয়া ফুটবল লিগ শুরু হয়েছে, হচ্ছে। শুরু করার অপেক্ষায় ক্রিকেটও। ম্যাচ না হোক অন্তত অনুশীলন তো শুরু করা যায়। কেননা জুলাই-আগস্টে রয়েছে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ।

শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কিছুটা কমে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৮৪ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের। গত কয়েকদিনে আক্রান্তও হচ্ছেন না নতুন করে। তাই দেশটির ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছেন, ১ জুন থেকে অনুশীলনের পরিকল্পনা নিয়েছেন তারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও পাওয়া গেছে অনুশীলন শুরুর জন্য ইতিবাচক সাড়া। এনিয়ে আগামী বুধবার মিকি আর্থারের সঙ্গে বৈঠকে বসেন দলের সহকারী কোচ গ্রান্ট ফ্লাওয়ার, এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা, প্রধান নির্বাচক আসান্থা ডি মেল, মেডিকেল বিশেষজ্ঞ ও শ্রীলঙ্কা ক্রিকেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও