কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা চিকিৎসা দেয়া হবে শুনে ইউনিভার্সেল হাসপাতালে হামলা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ মে ২০২০, ১২:৩০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। করোনা চিকিৎসার জন্য অনুমতি পাবার খবরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ১৫০ শয্যার ওই হাসপাতালের প্রবেশপথের স্থাপনা ভাঙচুর করা হয়, ছিঁড়ে ফেলা হয় সাইনবোর্ড। মঙ্গলবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। ওই ঘটনায় বুধবার রাতে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিভার্সেলের কোভিড হাসপাতাল চিকিৎসার জন্য প্রস্তুতের খবরে বাধা দেয় এম ইউ ফ্যাশন ও ক্রিস্ট্রাল অ্যাপারেলস নামের দুটি গার্মেন্টস কারখানার মালিক ও শ্রমিকরা। দেড় শতাধিক লোক হাসপাতালের সামনে এসে রাস্তার যান চলাচল বন্ধ করে দেন। গার্মেন্টস দুটির মালিকের অনুগত লোক হাসপাতালের প্রবেশপথের স্থাপনায় হামলা করেন। ছিড়ে ফেলেন সাইনবোর্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও