র্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ২০:৩০
ময়মনসিংহের নান্দাইল থানার সামনে থেকে গত বৃহস্পতিবার রাতে সুরাইয়া খাতুন নামে এক নারী আসামিকে আটক করে র্যাব। পরে কিশোরগঞ্জের ভৈরবে র্যাব-১৪ কার্যালয়ে নিয়ে আসা হয়। গতকাল শুক্রবার সকালে ওই নারীর মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, র্যাবের নির্যাতনে সুরাইয়ার মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে সুরাইয়া খাতুনকে র্যাব সদস্যরা মৃত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। এই ঘটনার ১২ ঘণ্টা পর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের উপস্থিতিতে হাসপাতালে পড়ে থাকা মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নির্যাতন
- মৃত্যু
- থানা হেফাজতে