কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন আকমল

সময় টিভি প্রকাশিত: ২১ মে ২০২০, ০৪:২৫

দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে উমর আকমলকে ৩ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। এমন আদেশের বিরুদ্ধে আপিল করছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

জুয়াড়িদের প্রস্তাব গোপন করায় গত ২০ ফেব্রুয়ারি থেকেই সাময়িক নিষেধাজ্ঞা চলছিল উমর আকমলের। পরে গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি। পরে নিষিদ্ধ করা হয় তিন বছরের জন্য। প্রথমে আপিল করবেন না জানালেও পরে আপিলের সিদ্ধান্ত নেন আকমল।

নিয়মানুসারে ১৫ দিনের মধ্যে পিসিবিকে স্বাধীন বিচারক নিয়োগ দিতে হবে। এই স্বাধীন বিচারক মামলা এবং শাস্তির পরিমাণ পর্যালোচনা করবেন। আইসিসির অ্যান্টি করাপশন কোডের ২.৪.৪ ও ২.৪.৫ ধারায় বলা আছে, যদি কোনো ক্রিকেটার বাজিকরদের কু-প্রস্তাব জানাতে ব্যর্থ হলে পাঁচ বছরের সাজা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও