আমরা সবাই আল্লাহ্র কাছে ক্ষমা চাই: সাকিব
বুধবার দিবাগত রাতে সারাবিশ্বে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে শবে কদরের রাত। মুসলিম বিশ্বের নিকট ধর্মীয় দিক থেকে অতি গুরুত্বপুর্ণ রাত এটি। এই রাতে মহান আল্লাহ্র কাছে সবাইকে ক্ষমা যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
করোনাভাইরাসের কারণে বর্তমানে সারাবিশ্ব বিপর্যস্ত। সেই দিকটি স্মরণ করে বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন সাকিব। সেখানে ক্ষমা প্রার্থনা করতে আহ্বান করার পাশাপাশি সবার সুন্দর ভবিষ্যতের কামনা করতেও বলেছেন তিনি।
সাবেক টাইগার অধিনায়ক লেখেন, 'পবিত্র এই রাতটি আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের সকল ভুলভ্রান্তির জন্য। করোনা ভাইরাস মহামারীর এই ক্রান্তিকালে সর্বশক্তিমানের কাছে ক্ষমা প্রার্থনা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। তাই পবিত্র এই রাতে আমরা পরম করুণাময়ের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সুন্দর একটি ভবিষ্যতের কামনা করি।'