মুনাফা কমেছে ওরিয়ন ইনফিউশনের
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (২০২০ সালের জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। যার প্রভাবে চলতি হিসাব বছরের ৯ মাসের ব্যবসায়ও কোম্পানির মুনাফা কমেছে। বুধবার (২০ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩১ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ৭ পয়সা। তৃতীয় প্রান্তিকে মুনাফা করার জেরে হিসাব বছরের প্রথম ৯ মাসের ব্যবসায়ও কেম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে এক টাকা ৩৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল এক টাকা ৪২ পয়সা।