বাংলাদেশের মাছের ঝোল অনেক মিস করি: ওয়াসিম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ মে ২০২০, ১২:৩১

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতাতে ভূমিকা রেখে মহা তারকা বনে গেছেন ওয়াসিম আকরাম। এর তিন বছর পরই ঢাকা লিগে তাকে উড়িয়ে আনে আবাহনী। ক্রিকেট খেলতে এসে বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও ক্রিকেট সংস্কৃতি দেখে রীতিমত চমকে গিয়েছেন ‘সুইং অব সুলতান’।

বিশ্বকাপ জেতার ৩ বছর পর বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালই তাকে অনেকটা জোর করে আবাহনীর হয়ে খেলতে নিয়ে আসেন। তামিমের ফেসবুক আড্ডায় সেসব অতীতের স্মৃতিচারণ করেছেন ওয়াসিম আকরাম।

তখন আবাহনীর হয়ে তিনি দুই ম্যাচ খেলেছিলেন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর আরেক ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষেও খেলেছেন। প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার সেই স্মৃতি ওয়াসিমের কাছে এখনও উজ্জ্বল, ‘প্রথম ম্যাচের স্মৃতি আমার স্পষ্ট মনে আছে। শেষ ব্যাটসম্যান বোল্ড হলেও আদতে বলটি ছিল নো। বলটা স্টাম্পে লেগে ফাইন লেগ দিয়ে সীমানার দিকে চলে গেলেও ফিল্ডার বল না ধরে উদযাপন শুরু করেছিল। ফিল্ডার ভেবেছিল আমরা ম্যাচ জিতে গিয়েছি। তাইতো ও উদযাপন করতে আমার দিকে ছুটে এসেছিল।’

মঙ্গলবার রাতে তামিম ইকবালের ফেইসবুক লাইভ আড্ডায় সাবেক তিন তারকা আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলটও ছিলেন। সেই আড্ডারই বিশেষ অতিথি ছিলেন ওয়াসিম আকরাম। তার সময়কার সাবেক তিন ক্রিকেটারকে দেখে শুরুতেই সবার সঙ্গে কুশল বিনিময় করেন পাকিস্তানের এই কিংবদন্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও