বাংলালিংক গ্রাহকদের জন্য ঘূর্ণিঝড় আম্পানের বার্তা ফ্রি
বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ঘূর্ণিঝড় ‘আম্পান’ সম্পর্কে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিতে দুর্যোগের আগাম বার্তার আইভিআর নম্বর ১০৯০-তে বিনামূল্যে কল করার সুবিধা দিচ্ছে। এছাড়া যেকোনো জরুরি সহায়তার জন্য বাংলালিংক গ্রাহকরা জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-তে বিনামূল্যে কল করতে পারবেন।
মঙ্গলবার (১৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, এ ধরনের পরিস্থিতিতে দুর্যোগ সম্পর্কে সঠিক তথ্যে মানুষকে সচেতন করার মাধ্যমে সামগ্রিক ক্ষয়ক্ষতি কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপকূলীয় অঞ্চলে বসবাসরত গ্রাহকদের আমরা এ টোল-ফ্রি সার্ভিস থেকে সঠিক তথ্য জেনে সাবধানে থাকার অনুরোধ জানাচ্ছি। দুর্যোগপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও নিরবিচ্ছন্ন নেটওর্য়াক দিতে আমাদের নেটওয়ার্ক টিম ২৪ ঘণ্টা কাজ করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.