![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/20/image-166765.jpg)
ঈদে খান অর্গানিক সেমাই
ঢাকা টাইমস
প্রকাশিত: ২০ মে ২০২০, ০৮:৫৪
ঈদ উপলক্ষে চিত্রা কৃষি বাজার এনেছে ভিন্ন স্বাদের হাতেভাজা লাচ্ছা সেমাই।
বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিজস্ব কারিগর দ্বারা অর্গানিক উপায়ে উৎপাদিত এসব সেমাই।
এছাড়াও চিত্রার পণ্যের মধ্যে আছে অর্গানিক আউশ, কাউন, আমন, বিন্নিসহ নানা ধরনের চাল, ডাল, মুড়ি, লাল আটা, আখের গুড়, মাশরুম, নানা পদের আচার, মরিচ, হলুদ, জিরা, ঘানিভাঙা সরিষার তেল, তিলের তেল, কালোজিরা ও তুষের তেলসহ নানা পদের মশলা, কুমড়া বড়ি, যবের ছাতুসহ বিভিন্ন কৃষিপণ্য ও দেশীয় খাবার।