করোনা আক্রান্ত নার্সদের খোঁজখবর নিলেন পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১৯ মে) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের কাছে ফোন করে নার্সদের খোঁজখবর নেন তিনি।
মুঠোফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, নার্সরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখযোদ্ধা হিসেবে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। রোগীদের সেবা দিতে গিয়ে তারা নিজেরাই আক্রান্ত হচ্ছেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা যেভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তা মানুষ সারাজীবন মনে রাখবে। আক্রান্ত নার্সদের চিকিৎসার খোঁজখবর নেয়ার পাশাপাশি নার্সদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.