পিয়ংইয়ংয়ে পরিবর্তনের প্রস্তুতিতে ফের কিমের মৃত্যু নিয়ে জল্পনা
সপ্তাহ খানেকের অজ্ঞাতবাসের পর জনসস্মুখে হাজির হয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার অজ্ঞাতবাস নিয়ে কম জল্পনা হয়নি। সব জল্পনায় পানি ঢেলে প্রকাশ্যে এলেও বন্ধ হয়নি কানাঘুষা। এরই মধ্যে আরও একবার কিমের মৃত্যু নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, পিয়ংইয়ংয়ে কোনও বড় ঘোষণার প্রস্তুতি চলছে। যা কিমের শারীরিক পরিস্থিতি নিয়েও হতে পারে বলে দাবি করা হয়েছে। খবর এই সময়ের।
সম্প্রতি পিয়ংইয়ং শহরের মেইন স্কয়ার থেকে সরানো হয়েছে কিম জং উনের দাদা কিম জং-ইল এবং বাবা কিম ইল সাংয়ের ছবি। এনকে নিউজ বলছে যে, স্যাটেলাইট ছবিতে উত্তর কোরিয়ার দুই সাবেক নেতার ছবি সরাতে দেখা গেছে।
ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে আন্তর্জাতিক সাংবাদিক রয় ক্যালি বলেছেন, শেষবার এমনটা হয়েছিল, যখন উত্তর কোরিয়ার কোনও শীর্ষ নেতার মৃত্যু হয়। তার মতে, বেইজিংয়ের স্কয়ারের মতোই আকারে বিশাল পিয়ংইয়ংয়ের ওই এলাকা। সেটি বাড়ানো হচ্ছে এই দাবি গ্রহণযোগ্য নয়। আমার ধারণা, তারা আরেকটি ছবি বসানোর চিন্তাভাবনা করছে। তবে ছবি সাধারণত রাষ্ট্রনেতা প্রয়াত হলেই বসানো হয়। আর এরপরই কিমের মৃত্যু নিয়ে নতুন করে জল্পনা শুরু হযেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.