গোটা বিশ্বে লাশের সারি ফেলে দিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এই ভাইরাস আক্রান্ত করেছে লাখ লাখ মানুষকে। প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে বাঁচতে তাই মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হতেও নিষেধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ছোঁয়াচে এ ভাইরাস যে কোনো সময় যে কারও শরীরে বাসা বাঁধতে পারে বলে এক অজানা ভয়-আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর।
অথচ এই ভয়-আতঙ্কের বিপরীতে বুক চিতিয়ে লড়াই করছেন একদল। এরা হলেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। ঝুঁকি নিশ্চিত জেনেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে সুস্থ করার মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। স্ত্রী বা স্বামী-সন্তানকে অন্যত্র পাঠিয়ে দিয়ে নিজে সার্বক্ষণিক রোগীর সেবায় নিয়োজিত থাকছেন।
এসব চিকিৎসকের পরিবারের দিন কাটে কীভাবে? স্বজনকে এভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়তে দেখে কী কাজ করে তাদের মনে? এ নিয়ে কয়েকজন চিকিৎসক-নার্সের স্বজনের সঙ্গে কথা বলেছে জাগোনিউজ। জানা যায়, তারা প্রিয়জনকে নিয়ে চাপা আতঙ্ক আর ভয়ে থাকেন ঠিক, তবে তার চেয়েও বেশি হয় গর্ব। বুকভরা এ গর্ব হয় মানুষের পাশে দাঁড়ানোর আনন্দে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.