কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আম্ফান মোকাবিলায়ও প্রস্তুত সেনাবাহিনী

করোনার মহামারির মধ্যেই তৈরি হয়েছে আরেক দুর্যোগ ‘আম্ফান’। বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্ফান’ এখন ধেয়ে আসছে দেশের উপকূলে। বুধবার ভোর থেকে এটি তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য ক্ষতি ও দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন। জেলার করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার মতোই ঘূর্ণিঝড় আম্ফানে নিজেদের সর্বস্ব দিয়ে দায়িত্বপালন করা হবে বলে জানিয়েছেন রামু ১০ পদাতিক ডিভিশনের মিডিয়া সমন্বয়ক মেজর তানজিল। তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলে কিংবা সমতলে আসুক কিংবা না আসুক সতর্কতামূলক প্রস্তুতিতে বিন্দুমাত্র পিছপা হয়নি দেশপ্রেমিক সেনাবাহিনী। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। উখিয়া-টেকনাফে মানবিক আশ্রয়ে থাকা ১১ লাখ রোহিঙ্গাকে ৩৪টি ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে সোমবার দিনব্যাপী সেনাবাহিনী ও ভলান্টিয়ারদের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সেনাক্যাম্পসমূহের তত্ত্বাবধানে প্রস্তুত রাখা হয়েছে প্রায় দশ হাজার রোহিঙ্গা ভলান্টিয়ার। প্রতিটি ক্যাম্পে সেনাসদস্যদের নেতৃত্বে মাঝি, সাব-মাঝি ও স্বেচ্ছাসেবকদের আপদকালীন দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জরুরি প্রয়োজনে উদ্ধার যান ও উদ্ধার সামগ্রী। মেজর তানজিল জানান, জেলা ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি এনজিও ও আইএনজিও সংস্থাসমূহের সাথে করোনাভাইরাস সংক্রমণের প্রাক্কালে স্বাস্থ্যবিধি মেনে মাঠপর্যায়ে আপদকালীন সময়ের কর্মপরিকল্পনা নিয়ে আর্মি ক্যাম্পসমূহে দফায় দফায় বৈঠক করেছে। বিনিময় করা হয়েছে নিজেদের প্রস্তুতির সর্বশেষ অবস্থার বিবরণ। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ামনমার নাগরিকদের ঘূর্ণিঝড় আম্ফান থেকে সুরক্ষায় দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো এবং উদ্ধার কার্যক্রমে দেশি-বিদেশি সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার লক্ষ্যে মহড়া ও বৈঠক হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, আরআরআরসি, এনজিও, জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্য ও ক্যাম্পে বসবাসরত প্রশিক্ষিত রোহিঙ্গারা স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন