বিয়ে ভাঙার পর অদিতির সাবেক স্বামীর সঙ্গে সময় কাটছে মাসাবার
মধু মানটেনার সঙ্গে চার বছরের সংসার ভেঙেছেন। বিয়ের চার বছর পর মাসাবা গুপ্তা জানিয়েছেন, মধু এবং তিনি বিয়ের অযথা চাপ নিতে আর পারছেন না। তাই দু’জনে পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নীনা গুপ্তার ডিজাইনার-কন্যা মাসাবার সঙ্গে মধু মানটেনার বিচ্ছেদ নিয়ে যখন বি টাউনে গুঞ্জন চলছে, সেই সময় ফের নতুন খবরে সরগরম পেজ থ্রি-র পাতা।
লকডাউনের আগে গোয়ায় গিয়েছিলেন মাসাবা গুপ্তা এবং সত্যদীপ মিশ্র। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ায়, সৈকত শহরেই প্রায় ২ মাস আটকে রয়েছেন তারা। বি টাউনের গুঞ্জন, সত্যদীপের সঙ্গে সম্পর্কে জড়ানোর জেরেই নাকি মাসাবার সঙ্গে মধু মানটেনার সম্পর্কের ভাঙন। যদিও বিষয়টি নিয়ে কেউ কোনও রকম মন্তব্য করেননি। প্রসঙ্গত, ২০০৯ সালে বলিউড অভিনেত্রী অদিতি রায় হায়দরির সঙ্গে গাটছড়া বাঁধেন সত্যদীপ মিশ্র। ২০১৩ সালে অদিতির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় নো ওয়ান কিলড জেসিকা-খ্যাত অভিনেতার। অদিতির সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে নীনা গুপ্তার মেয়ের সঙ্গে সত্যদীপ সম্পর্কে জড়ান বলে খবর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.