ভেজাল সেমাই বানিয়ে আক্কেল সেলামি দিল ব্যবসায়ী

ঢাকা টাইমস প্রকাশিত: ১৮ মে ২০২০, ২২:৪৪

মাদারীপুরের শিবচরে ভেজাল সেমাই তৈরির করায় ফটিক মোল্লা নামের এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ১৮ মে বিকেলে উপজেলা বন্দোরখোলা ইউনিয়নের শিকদারহাট এলাকায় উপজেলা সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।

একইসঙ্গে কারখানাটি সিলগালাও করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, গোপন সংবাদে খবর নিরাপদ খাদ্য পরিদর্শক ফজলুল হক ও শিবচর থানার সহকারী উপ পরিদর্শক হেলালকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক ফটিক মোল্লাকে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও