র্যাব-৯ এর নতুন অধিনায়ক লে. কর্নেল শরীফুল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২০, ২২:৪২
র্যাব-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। রোববার (১৭ মে) র্যাব-৯ এর সিলেট সদর দফতরে নতুন অধিনায়ক হিসেবে তিনি যোগদান করেন। সোমবার (১৮ মে) র্যাবের সিলেট সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবু মুসা মো. শরিফুল ইসলাম র্যাব-৯ এ যোগদান করার আগে ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরে কর্মরত ছিলেন।
র্যাব-৯ এর নতুন অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সিলেটবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। গত ৪ নভেম্বর র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. আসাদুজ্জামান র্যাব ফোর্সেস সদর দফতরে (প্রশাসন ও অর্থ উইং) বদলি হওয়ায় পদটি শূন্য হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস আগে