মাস্ক ছাড়াই বেড়েছে চলাফেরা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২০, ২১:০৫
করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে নানাভাবে কাজ করছে সরকার। তারপরও দিন দিন বেড়ে চলেছে শনাক্ত ও মৃতের সংখ্যা। অথচ এ পরিস্থিতিতেও বাইরে যাচ্ছে মানুষ। শুধু তাই নয়, তাদের বেশিরভাগের মধ্যেই করোনা প্রতিরোধে ন্যুনতম স্বাস্থ্যবিধিগুলো মানার কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। সারা দেশের সঙ্গে রাজধানী ঢাকাতেও একই চিত্র।
করোনা মোকাবিলায় কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন ও সশস্ত্র বাহিনী। কিন্তু তাদের সচেতনতা বার্তা, কঠোর নজরদারি যেন কোনো কিছুরই তোয়াক্কা করছে না বাইরে বেরনো মানুষ। অনেকেই মাস্ক মুখে না দিয়ে, নিরাপদ দূরত্ব না মেনেই দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছেন।