দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্ত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ঈদবস্ত্র ও ত্রাণ’ বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ। সোমবার (১৮ মে) কেন্দ্রীয় যুবলীগের আয়োজনে মিরপুর, চলন্তিকার মোড় এবং রূপনগরে ঈদবস্ত্র ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে করোনায় ক্ষতিগ্রস্ত অন্ধ প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদবস্ত্র ও ত্রাণ বিতরণ করা হয়। এসময় তিন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদবস্ত্র ও ত্রাণে ঈদ শাড়ি ছাড়াও চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.