কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


টি-২০ বিশ্বকাপ স্থগিত আইপিএলের আর্শীবাদ

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বহু আগেই ভবিষ্যত বাণী করেছেন। আইপিএলের জন্য অস্ট্রেলিয়া অক্টোবরে টি-২০ বিশ্বকাপ হবে না। তার মতে, আইপিএল থেকে আইসিসির আয় অনেক। এবার মার্ক টেইলর  বললেন, টি-২০ বিশ্বকাপ স্থগিত হলে আইপিএল আয়োজনের পথ খুলে যাবে। আইপিএল আয়োজন সম্ভব না হলে ভারতের ক্রিকেট বোর্ডের ৪ হাজার কোটি রুপির ক্ষতি হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে অস্ট্রেলিয়া এখনও বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী। আগস্টের আগে বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত আসছে না বলেও জানানো হয়েছে। তবে ২৮ মে ভিডিও কনফারেন্সে আইসিসির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে একটি ধারণা পাওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক টেইলর বলেন, ‘১৫টা দল অস্ট্রেলিয়ায় আসবে। সাতটি ভেন্যুতে ৪৫টি ম্যাচ খেলবে। এটাই টি-২০ বিশ্বকাপ আয়োজনের চিন্তা কঠিন করে তুলছে। করোনা কারণে ভিন্ন দেশে ভ্রমণ হয়ে পড়বে খুবই কঠিন। আর ১৪ দিন সব দলের কোয়ারেন্টাইনে রেখে খেলানোর চিন্তা বিষয়টিকে আরও কঠিন করে তুলছে। আমার মনে হচ্ছে টি-২০ বিশ্বকাপ সামনে এগোবে না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন