যাত্রা শুরু করেছে এসএমই ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এসএমএম

নয়া দিগন্ত প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৪:১৭

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে এসএমই মার্কেট মেকার (এসএমএম)। প্রতিষ্ঠানটি কৃষি ভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, অর্থায়ন ও কারীগরি বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করছে। এছাড়াও পণ্য উৎপাদক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে কাজ করবে। এসএমএম এসমএই প্রজেক্টের অর্থায়ন পরামর্শ ছাড়াও, পণ্যের ভিজুয়াল তৈরি, ডিজিটাল মার্কেটিং, অনলাইলে পণ্য বিক্রির প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এ ছাড়াও যেকোনো প্রজেক্ট প্রোফাইল তৈরির কাজও করবে এসএমএম।

এসএমএমের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যম হিসেবে কাজ করবে ইউটিউব ভিত্তিক নিউজ চ্যালেন কান্ট্রিনিউজ। এসএমএমের চিফ এডভাইজার হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক চৌধুরী মহিদুল হক। নির্বাহী ও লিড কনসালটেন্ট হিসেবে রয়েছেন টুটুল রহমান, মিডিয়া ও ক্লায়েন্ট সার্ভিসেস এর পরিচালকের দায়িত্ব পালন করবেন হাসান শাফিঈ। এছাড়াও ক্রিয়েটিভ কনটেন্ট ও ডিজিটাল মার্কেটিং বিভাগের পরিচালক এনাম রেজা এবং ডিজিটাল পিআর কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন জোবায়ের রুবেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও