ইরাক-সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রকে তাড়ানোর হুমকি ইরানের
যুদ্ধবিধ্বস্ত ইরাক ও সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। রোববার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক ইফতার পার্টিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন বিশ্বব্যাপী মার্কিন সরকারকে ঘৃণিত করে তুলেছে। তবে ইরাক বা সিরিয়ায় মার্কিন সেনারা থাকতে পারবে না বরং তাদের চলে যেতে হবে। নিঃসন্দেহে তাদের এসব দেশ থেকে বিতাড়িত করা হবে।
তিনি বলেন, বিশ্বের বহু দেশে এমনকি আমেরিকার ভেতরেও মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করা হয়। এটি বিশ্ববাসীর অন্তরে যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণার মাত্রা তুলে ধরে। শুধু সাধারণ মানুষ নয়; আমেরিকার মিত্র দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও নিজেদের মধ্যে আলাপচারিতার সময় মার্কিন নেতৃবৃন্দের প্রতি বিতৃষ্ণা ও ঘৃণা উগড়ে দেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি বিশ্ব জনমতের ঘৃণার প্রধান কারণ, সে দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বেপরোয়া ও যুক্তিহীন আচরণ এবং বাগাড়ম্বর। দীর্ঘমেয়াদে আমেরিকা বিশ্বব্যাপী গণহত্যা, অপরাধযজ্ঞ, অন্যায় আচরণ, সন্ত্রাসবাদ লালন, স্বৈরাচারী ও গণধিকৃত সরকারগুলোর প্রতি সমর্থন দিয়ে আসছে। তারা ইহুদিবাদী ইসরায়েলকেও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এসব কারণে দেশটি দুনিয়াজুড়ে নিন্দিত ও ঘৃণিত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.