দিনে ক্ষতি শতকোটি, বেতন দিতে পারছে না অনেক ট্রাভেল এজেন্সি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মে ২০২০, ১০:২৫

মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে দেশের ট্রাভেল ও ট্যুরিজম খাতে প্রতিদিন শতকোটি টাকার লোকসান হচ্ছে। লোকসানের কবলে পড়ে অনেক ট্রাভেল এজেন্সি কর্মীদের বেতন দিতে পারছে না। কেউ কেউ ঢাকা ছেড়ে চলে গেছেন। জাগো নিউজকে এমন তথ্য দিয়েছেন সুরেশ্বর ট্রাভেলসের কর্ণধার এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব)।

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশের ট্রাভেল এজেন্ট প্রতিষ্ঠানগুলো কী ধরনের সমস্যায় মধ্যে পড়েছে এবং কীভাবে এ সমস্যা কাটিয়ে ওঠা যায় তা নিয়ে সম্প্রতি জাগো নিউজের সঙ্গে কথা বলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) সাবেক এই সভাপতি। মঞ্জুর মোর্শেদ বলেন, করোনাভাইরাসের কারণে ট্রাভেল ও ট্যুরিজম খাতে যে ক্ষতি হয়েছে, তাতে সরকার সরাসরি সহযোগিতা না করলে এই সেক্টর টিকতে পারবে না। এ জন্য এ খাত সংশ্লিষ্টদের সুদমুক্ত ঋণসুবিধা ও করছাড় দিতে হবে। সেই সঙ্গে এ খাতের স্বল্প বেতনের কর্মীদের ১০ টাকার রেশন কার্ড দিতে হবে।

তিনি বলেন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে মধ্যে এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, টুর অপারেটর, হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, ট্যুরিস্ট বাস, ট্যুরিস্ট জাহাজ অন্তর্ভুক্ত। আমরা একটা সমীক্ষা করে দেখেছি, আমাদের এখানে প্রত্যক্ষভাবেই পেশাজীবী মানুষ আছেন প্রায় ৪০ লাখ। প্রতিদিন আমাদের ১০০ কেটি টাকার ওপর লোকসান যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও