নোয়াখালীতে দুইগ্রামবাসীর সংঘর্ষ, পুলিশের গুলি, আটক ৩

ঢাকা টাইমস নদনা বাজার, সোনাইমুড়ী, নোয়াখালী প্রকাশিত: ১৮ মে ২০২০, ০৯:০৭

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে মুখোশধারীদের হামলায় মো. ইউছুফ আলী নামে যুবলীগের এক নেতা আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রামের লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে ও তিনজনকে আটক করে।

সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

রবিবার রাত নয়টার দিকে নদনা বাজারে ইউছুফ আলীর ওপর এ হামলার ঘটনা ঘটে। আহতর ইউছুফ আলী দক্ষিণ শাকতলা গ্রামের মোজাফর আলী জমাদার বাড়ির ছায়েদ আলীর ছেলে। তিনি নদনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। আটককৃতরা হলেন, উত্তর শাকতলা গ্রামের সায়দুল হকের ছেলে ইয়াছিন ফারুক বাবু, একই এলাকার মহিন উদ্দিনের ছেলে নাছির উদ্দিন নিরব এবং রশিদ আলমের ছেলে আবুল বাশার সেজাদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে রিচার্জ করার জন্য ইউছুফ নদনা বাজারের অগ্রণী ব্যাংক এলাকার শান্ত সবুজ এন্ড ভ্যারাইটিজ স্টোরে আসেন। এসময় একদল মুখোশধারী ইউছুফের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার খবর দক্ষিণ শাকতলা গ্রামে ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন নদনা বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা পাল্টাপাল্টি বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও