শচীনের চেয়েও এগিয়ে কোহলি: পিটারসেন

ঢাকা টাইমস প্রকাশিত: ১৮ মে ২০২০, ০৮:৫৫

শচীন টেন্ডুলকার ও স্টিভ স্মিথের চেয়ে বিরাট কোহলিকে এগিয়ে রাখলেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। জিম্বাবুয়ের প্রাক্তন পেসার পমি বাঙ্গোয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে এমনটাই দাবি করেছেন কেপি।

পিটারসেন বলেছেন, ‘বিরাটের শ্রেষ্ঠত্ব স্বীকার করতেই হবে। ওর রেকর্ড তাড়া করা, ভারতকে ম্যাচ জেতানো, পাহাড়প্রমাণ চাপ সামাল দেওয়া অবিশ্বাস্য। স্মিথ ওর ধারেকাছে নেই।’

শচীনের সঙ্গে বিরাটের তুলনা করতে গিয়ে পিটারসেন বলেছেন, ‘এক্ষেত্রেও আমি বিরাটকে এগিয়ে রাখব। কারণ, ওর রান তাড়া করার রেকর্ড সম্ভ্রম জাগানোর মতো। রান তাড়া করার সময় ওর গড় ৮০। ও একদিনের আন্তর্জাতিকে যতগুলি শতরান করেছে, সে সবই রান তাড়া করার সময়। ওর ধারাবাহিকতাই ভারতকে ম্যাচ জেতায়।’

পিটারসেন আরও বলেছেন, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলকে জেতানোই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি যখন খেলতাম, কতবার ম্যাচের সেরা হয়েছি আর কতবার ইংল্যান্ডকে জিতিয়েছি, সেটা দেখতাম। ভারতের হয়ে বিরাট সেটাই করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও