কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬৮ দিন পর সর্বনিম্ন মৃত্যু ইতালিতে

এনটিভি প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৬:৪০

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে ৬৮ দিন পর শনিবার সর্বনিম্ন মৃত্যু দেখল। শনিবার একদিনে এই ভাইরাসে দেশটিতে প্রাণ গেছে ১৫৩ জনের। এর আগে গত ৯ মার্চ সর্বনিম্ন ৯৭ জনের প্রাণহানি ঘটে। এর পরই ইতালিতে ক্রমাগত ভয়ংকর রূপ ধারণ করে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বাধ্য হয়ে সবকিছু লকডাউন করে দেশটির সরকার। সম্প্রতি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমতে শুরু করায় লকডাউন শিথিল হয়েছে ইতালিতে। আস্তে আস্তে খুলতে শুরু করেছে দোকানপাট ও পর্যটন কেন্দ্রগুলো। ভ্রমণ নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে সেখানে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী- ইতালিতে শনিবার একদিনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দুই লাখ ২৪ হাজার ৭৬০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৬৩ জনের। সুস্থ হয়েছে এক লাখ ২২ হাজার ৮১০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও