You have reached your daily news limit

Please log in to continue


ঈদে ফেসবুক আয়োজনে ফুয়াদ ও কলকাতার রূপম

শহরতলী ব্যান্ডের প্রতিষ্ঠাতা গায়ক ও থিয়েট্রিকাল ব্যান্ডের দলনেতা গালিব আজিম দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী।সেখান থেকেই মাঝেমধ্যে তাকে গানের কাজে দেখা যায়। এই করোনাকালে ফেসবুক ও ইউটিউবে শুরু করেছেন গান নিয়ে বিশেষ অনুষ্ঠান। ‘গালিবের সঙ্গে’ নামের এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশের সব জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী।এবার আসছে ঈদের জন্য কয়েকটি পর্ব তৈরির পরিকল্পনা করছেন গালিব। যেখানে প্রথমবারের মতো তার আড্ডায় অতিথি হচ্ছে কলকাতার ব্যান্ড ফসিলসের গায়ক রূপম ইসলাম। থাকছেন বাংলাদেশের প্রবাসী সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির।গালিব বলেন, ‘রূপম ইসলাম বাংলাদেশ সময় ঈদের দিন রাতে ও ফুয়াদ আল মুক্তাদির চাঁদরাতে আড্ডায় যোগ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টা, ভারতীয় সাড়ে দশটা ও নিউ ইয়র্ক সময় দুপুর ১টায় সরাসরি ফেসবুকে দেখানো হবে। এই অনুষ্ঠানগুলো থাকছে ইউটিউবেও।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন