পপ সেনসেশন বিটিএসের লাইভ কনসার্ট জুনে

এনটিভি প্রকাশিত: ১৭ মে ২০২০, ১২:৩০

দক্ষিণ কোরিয়ার পপ সেনসেশন বিটিএস ঘোষণা দিয়েছে, আসছে জুনে তারা লাইভ স্ট্রিমড কনসার্ট করতে চলেছে। সাত সদস্যের এই ব্যান্ড দল বিশ্বজুড়ে জনপ্রিয়। তাদের যেকোনো অ্যালবাম বা কনসার্টের জন্য মুখিয়ে থাকেন লাখো শ্রোতা। বিটিএস ঘোষণা দিয়েছে, জুনে তারা এ আয়োজনে অংশ নেবে। গত এপ্রিলে তাদের ‘ম্যাপ অব দি সোল’ শিরোনামের কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা বাতিল হয়ে যায়। বিশ্বব্যাপী লাখো-কোটি ভক্তের উদ্দেশে এই লাইভ স্ট্রিমড কনসার্টের আয়োজন করছে তারা। ভ্যারাইটি ডটকমের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দলটি জানিয়েছে, ‘ব্যাং ব্যাং কন দ্য লাইভ’শিরোনামের কনসার্টটি হবে ১৪ জুন কোরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

দলের সাত সদস্যের নাম—ভি, জাংকুক, জিমিন, সুগা, জিন, আরএন ও জে-হোপ। দলটি আরো জানায়, অর্থের বিনিময়ে প্রদর্শিত এ কনসার্ট প্রায় ৯০ মিনিট চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও