নিজ রাজ্যে ফিরছেন নার্সরা, কলকাতার হাসপাতালগুলো বিপাকে
পশ্চিমবঙ্গ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোতে যে বিপুল সংখ্যক নার্স কাজ করেন তার অধিকাংশই ভারতের পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্য থেকে আসা। কিন্তু সপ্তাহখানেক ধরে তারা নিজ নিজ রাজ্যের ফিরতে শুরু করেছেন। গতকাল শনিবার নতুন করে ১৬৯ জন নার্স কলকাতা ছেড়েছেন। এ পরিস্থিতিতে বেরসকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিসেবা সঙ্কটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সঙ্কট আঁচ করতে পেরে এ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে ‘অ্যাসোসিয়েশন অব হসপিটালস ইন ইস্টার্ন ইন্ডিয়া’। চিঠিতে বলা হয়েছে, মণিপুর রাজ্য সরকার নার্সদের ফেরার জন্য আকর্ষণীয় স্টাইপেন্ড ঘোষণা করেছে। কেরালা, ত্রিপুরা, ওড়িশার নার্সরাও ফিরতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.