করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে, টানা লকডাউন সম্ভব নয়: ইমরান খান

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৭ মে ২০২০, ০৯:২৭

করোনাভাইরাস দমনে টানা লকডাউন সম্ভব নয় উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমাদের এই ভাইরাসকে সঙ্গী করেই স্বাভাবিক জীবনে ফিরতে হবে।

শুক্রবার তিনি এ কথা বলেন। তার মতে, করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে চলমান লকডাউনে যে বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে, সে বোঝা টানার মতো ক্ষমতা বর্তমানে পাকিস্তানের নেই।

ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ইউরোপের অন্যান্য দেশের মত টানা লকডাউন চালানোর আর্থিক সঙ্গতি পাকিস্তানের এখন নেই। কেননা দেশের আর্থিক প্রবৃদ্ধির ওপর বিশাল প্রভাব ফেলছে এই লকডাউন। বিশেষ করে দিনমজুর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি।
ডনের প্রতিবেদন অনুযায়ী ইমরান খান বলেন, ‘এখন থেকে শুরু করে এই বছরের শেষ পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করে চলার জন্য আপনারা নিজেদের প্রস্তুত করুন। যতদিন না পর্যন্ত আমরা এটার কোনও প্রতিষেধক পাচ্ছি ততদিন আমাদের এটাকে সঙ্গী করেই বাঁচতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও