জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতজ্ঞ আজাদ রহমান আর নেই
এনটিভি
প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৮:২৫
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত পরিচালক আজাদ রহমান আর নেই। আজ বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্যামলীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বিকেল সাড়ে ৪টার দিকে আজাদ রহমান মারা গেছেন। গত ২০ মার্চ অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ডাক্তার জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শুধু সংগীত পরিচালকই ছিলেন না, চলচ্চিত্রও নির্মাণ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ ‘ও চে
- ট্যাগ:
- বিনোদন
- না ফেরার দেশে
- আজাদ রহমান