প্রধানমন্ত্রীর উপহার: ভোটার আইডি ও মোবাইল নম্বর যাচাই করে টাকা ছাড়

ইত্তেফাক প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৬:৫৫

করোনা মহামারির সংকটে অসহায় পরিবারদের অর্থ সাহায্য দিতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে এই টাকা নিয়ে অনিয়মের অভিযোগ আসছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন, ভোটার আইডি ও মোবাইল নম্বর যাচাই করে টাকা ছাড়া হচ্ছে। এতে করে সেখানে অনিয়ম করে টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার নিজের ভেরিফাইড পেজে তিনি এ কথা জানান। আশরাফুল আলম খোকন বলেন, ‘করোনাকালীন সঙ্কটের জন্য তৃণমূলের কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারের জন্য ২৫০০ টাকা করে ঈদ উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ ‘হবিগঞ্জ, বাগেরহাট এর দুইটি ইউনিয়নসহ কয়েকটি জায়গায় কিছু অনিয়ম ধরা পড়েছে। শতাধিক নামের বিপরীতে ১/২টি ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গেলে সবার টাকা ওই ১/২ টি নম্বরের ব্যক্তিরা পেয়ে যাবেন। দেশে মেম্বার ৪১১৩৯ জন, মহিলা মেম্বার ১৩৭১৩ জন, ইউপি চেয়ারম্যান- ৪৫৭১ জন। এর মধ্যে ৪/৫ জন এই অপকর্মটি করেছেন।’ প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আরো বলেন, ‘এই অনিয়মটি স্থানীয় পর্যায়ে সরকারই ধরেছে। এমন না যে যাচাই-বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছে। আর যদি যাচাই-বাছাই শেষে এই রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নাই। কারণ নামের সঙ্গে ভোটার আইডি নম্বর ও মোবাইল নম্বর অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেওয়া হচ্ছে।’ ১৭ কোটি মানুষের দেশে চার পাঁচজন দুর্নীতিবাজ এ রকম ঘটাবে না তা ভাবার অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনার প্রতিকার হয়েছে কি না সেটা দেখেন। এখন আর কোনো চাল চুরির খবর শোনেন? সব বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার উপর আস্থা রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও