কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্টেডিয়ামে স্ত্রীর উপস্থিতিতে নার্ভাস হন তামিম-রোহিত

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ মে ২০২০, ২৩:১৮

করোনাভাইরাসের কারণে আপাতত ক্রিকেট বন্ধ। তাই ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল একটি উদ্যোগ নিয়েছেন। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে লাইভ সেশন করছেন তিনি। শুক্রবার রাতে তামিমের লাইভে অতিথি ছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। লাইভে নানা বিষয় নিয়ে আলোচনা করেন তামিম-রোহিত। এক পর্যায়ে তামিম রোহিতকে প্রশ্ন করেন, যখন আপনার স্ত্রী স্টেডিয়ামে আপনার খেলা দেখতে যান তখন আপনি নার্ভাস হয়ে যান কিনা? উত্তরে রোহিত শর্মা বলেন, ‘অবশ্যই, যখন সে স্টেডিয়ামে যাই আমি নার্ভাস থাকি। ২০১৮ সালে এশিয়া কাপের সময় সে ছয় মাসের প্রেগন্যান্ট ছিল। দুবাইয়ে তখন ৪২ ডিগ্রি তাপমাত্রা। ওই গরমের মধ্যেও সে ম্যাচ দেখতে গিয়েছে। আমি তাকে বলেছিলাম তুমি সূর্য ডুবে যাওয়ার পরে এসো। সে শোনেনি। টসের সময়ই চলে এসেছিল। তাকে নিয়ে আমার চিন্তা হচ্ছিল। গত বিশ্বকাপেও সে স্টেডিয়ামে বসে আমার খেলা দেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও