You have reached your daily news limit

Please log in to continue


স্যামসাং গ্যালাক্সি এস-২০ স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা

বিশ্বকে দেখার নতুন অভিজ্ঞতায় দুর্দান্ত স্পেসিফিকেশন, অসাধারণ ডিসপ্লে, ক্যামেরার অত্যাধুনিক উদ্ভাবন ও যুগান্তকারী ডিজাইনের গ্যালাক্সি এস২০ সিরিজের এস২০+ ও এস২০ আল্ট্রা ডিভাইস দু’টি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং। প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে স্যামসাংয়ের এই প্রিমিয়াম ডিভাইসগুলো। বিশেষ করে, ডিভাইসগুলোর গেমিং পারফরম্যান্স, ভিডিও স্ট্রিমিং, ক্যামেরা ও ডিসপ্লের প্রশংসায় পঞ্চমুখ ব্যবহারকারীরা। এই বলে, ডিভাইসগুলোর অন্যান্য ফিচারগুলোও কিন্তু পিছিয়ে নেই।  শুক্রবার (১৫ মে) স্যামসাং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বিগত কয়েক বছর ধরে গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ডিসপ্লে তৈরিতে নানা উদ্ভাবন নিয়ে আসছে স্যামসাং। গ্যালাক্সি এস২০+ ও এস২০ আল্ট্রা ডিভাইসগুলোর ডিসপ্লের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবন যাত্রা ধরে রেখেছে। গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলোতে রয়েছে বড় আকারের উজ্জ্বল ও নান্দনিক ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলোর নতুন সংযোজন ১২০ হার্টজ মোডের রিফ্রেশ রেট প্যানেল, যা সত্যিই অসাধারণ। এছাড়াও, স্যামসাং তাদের এস২০ সিরিজের ডিভাইগুলোতে ডিসপ্লের টাচ রেসপন্স রেট ২৪০ হার্টজে উন্নীত করেছে, যা ডিসপ্লের কর্মদক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে। ডিসপ্লে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিসপ্লে মেট গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ডিসপ্লের খুঁটিনাটি মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে এর ডিসপ্লেকে এ+ গ্রেড দেয়। ডিভাইসটির ডিসপ্লে বিভিন্ন ক্যাটাগরিতে ১২টি রেকর্ড ভেঙে দিয়েছে। স্যামসাং এক্সিনোস ৯৯০ আগের যে কোনো প্রসেসরের চেয়ে অনেক বেশি দ্রুতগতির। আর এর সাথে আর্ম মালি জি৭৭ এমপি১১ জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকার কারণে এক্সট্রিম লেভেলের গেমিং পারফরমেন্স পাওয়া যাচ্ছে। ছবি তোলার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে, স্যামসাং তাদের গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলোতে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সম্পূর্ণ নতুন ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন